চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাচমাইল নামক স্থানে পাখিভ্যান- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পারুলা খাতুন (৪৬) নিহত হয়েছে। এ সময় সফুরা খাতুন (২৮) ও পাখিভ্যান চালক আয়নাল হক গুরুতর আহত হয়। 

রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুলা খাতুন সদর উপজেলার সুবদিয়া কাচারী পাড়ার ইসা ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে পারুলা খাতুনসহ আরোও ৩ জন পাখিব্যানযোগে ধুতুরহাটে খালুর মৃত্যু খবর শুনে বাড়ি থেকে রওনা দেয়। এ সময় চুয়াডাঙ্গার পাচমাইল বাজারে পৌছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পাখিভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে পাখিভ্যানের যাত্রী পারুলাসহ দুই যাত্রী সড়কের উপর আছড়ে পরে । এতে পারুল খাতুন আছড়ে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

অপর দুইজন গুরুতর আহত হয়। তাৎক্ষনিক দুই যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে শরজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পারুলার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(টিটি/এসপি/মার্চ ১৯, ২০১৮)