বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘ডিজিটাল রুপকল্প-২০২১ বাস্তবায়নে সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দিতে বদ্ধপরিকর। ডিজিটাল রুপকল্প বাস্তবায়নে বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই।

বিগত জামায়াত-বিএনপি জোট সরকারের সময় বিদ্যূৎ সংযোগের নামে খাম্বা বসিয়ে হাওয়া ভবনের দুর্নীতির কারণে বিদ্যুৎ সেক্টর পুরোপুরি ভেঙ্গে পড়ে। আওয়ামীলীগ সরকার বিদ্যুৎ সেক্টরের নাজুক অবস্থা থেকে উত্তোরন করে ৬৩টি ছোট বড় বিদ্যুৎ কের্ন্দের মাধ্যমে বর্তমানে সাড়ে দশহাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যার ফলে বর্তমানে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ অব্যাহত রয়েছে। ’
তিনি মঙ্গলবার মৌলভীবাজাারের বড়লেখা উপজেলার প্রত্যন্ত এলাকা হাকালুকি পারে ভোলারকান্দি গ্রামে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার বিদ্যূৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর ফলে আড়াইশত গ্রাহক বিদ্যূৎ সংযোগের আওতায় এসেছে।
সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে পল্লী বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পল্লী বিদ্যুৎের ডিজিএম নীল মাধব বনিক , মোক্তার মিয়া, মারুফ আহমদ, সাহিদুল মজিদ নিকু প্রমুখ।

(এলএস/এএস/জুলাই ০৮, ২০১৪)