চট্টগ্রাম প্রতিনিধি : প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রীর বিরতিহীন পাবলিক পরীক্ষা নেওয়ার ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তারা এ মানবন্ধন করে।

মানবন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, একের পর এক শিক্ষা পদ্ধতিতে পরিবর্তনের পর বিরতিহীন পাবলিক পরীক্ষা নেওয়ার অযৌক্তিক সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার দায়ভার শিক্ষার্থীরা কেন নেবে?- প্রশ্ন রেখে তারা বলেন, বিরতিহীন পরীক্ষ‍া নিয়ে কখনো প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে না। ইন্টারনেটের মাধ্যমে যেহেতু মুহূর্তেই প্রশ্ন ছড়িয়ে পড়ছে, এর জন্য একদিনই যথেষ্ট।
শিক্ষার্থীরা দাবি করেন, পিএসসি ও জেএসসি পরীক্ষায় নূন্যতম একদিন এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নূন্যতম ৩ থেকে ৪ দিন বিরতি দিতে হবে।
এতে বক্তব্য রাখেন মহসিন কলেজের শিক্ষার্থী জান্নাতুল কোবরা, মো. সাহিল, তায়িব, ইস্পাহানি পাবলিক কলেজের সাইফুদ্দিন রিফাত প্রমুখ।
মানববন্ধনে নগরীর বিভিন্ন কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা।বিরতিহীন পরীক্ষার ঘোষণার প্রতিবাদে বিভিন্ন ফেস্টুন ধারণ করে।
শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
প্রসঙ্গত , এইচএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে গত বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরতিহীন পাবলিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
(ওএস/এএস/জুলাই ০৮, ২০১৪)