নিউজ ডেস্ক : রাজশাহীর পবা উপজেলায় বাস্তবায়িত পোল্ট্রি সেক্টরে খাদ্য নিরাপত্তা বিষয়ক অনুশাসন প্রকল্পের ত্রৈমাসিক প্রতিফলন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) নগরীর বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত  কর্মশালাটি উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শেখ আজিজুর রহমান।

দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব প্রকল্পটি বাস্তবায়ন করছে। কর্মশালায় পোল্ট্রি খামারী, খাদ্য উৎপাদনকারী ও বিক্রেতা, জীবন্ত মুরগী বিক্রেতা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সংগঠক, অতি দরিদ্র প্রতিনিধি, কৃষক, সমাজ সেবক, স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ৩৫ জন স্টেকহোল্ডার অংশ নেয়।

অংশগগ্রহণকারীগণ বিভিন্ন দলে ভাগ হয়ে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সমূহ পর্যালোচনা করে এর ফলাফল, দূর্বল দিক চিহ্নিত পূর্বক উন্নয়নের দিকসমূহ নির্ধারণ, ঝুঁকি ও ভবিষ্যত কর্ম-পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা, মত-বিনিময় ও প্রতিফলন উপস্থাপন করেন।

উপ-পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাড়াও কর্মশালায় আলোচনায় অংশ নেয় সহকারী পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোহাম্মদ আখতার হোসেন, পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইসমাইল হক, ক্যাব-রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন, দৈনিক সানসাইন সম্পাদক তসিকুল ইসলাম বকুল, পবা উপজেলা কনজুমারস কমিটির সভাপতি কাজী নাজমুল ইসলাম, পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক ও অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে খামারী মজিবুর রহমান, খাদ্য বিক্রেতা আজিজুল হক, জীবন্ত মুরগী ব্রিক্রেতা মো. আশরাফ আলী, পৌর কাউন্সিলর আবু সুফিয়ান, সাংবাদিক সঞ্জু আহমেদ, এনজিও প্রতিনিধি মোছা. মনিরা বেগম, শিক্ষার্থী শারমিন আক্তার সোমা প্রমুখ।

প্রকল্প কর্মকর্তা মো. মহিদুল হাসান ও মো. মোজাম্মেল হক কর্মশালাটি সঞ্চালনা করেন।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০১৮)