চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ নিন্মমধ্য আয়ের দেশে উত্তোরণের গৌরব অর্জন করায় চুয়াডাঙ্গায় প্রচারাভিযান ও সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা,ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার চাঁদমারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়। 

এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, র‌্যাব-৬’র ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার খোদাদাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও জেলা জজ কোর্টের পিপি মোহাম্মদ শামসুজ্জোমান প্রমুখ ।

(টিটি/এসপি/মার্চ ২০, ২০১৮)