জে জাহেদ, চট্টগ্রাম : অভিনব আর ভিন্ন কৌশলে পা দিচ্ছে মাদক পাচারকারীরা। পুলিশের চোখ ফাঁকি দিতে বড় বেশি গবেষণা করছে ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা।

চট্টগ্রাম বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে নগর পুলিশের সদরতফরে আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে বায়েজীদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া মোড় এলাকায় অনন্যা আবাসিক থেকে অক্সিজেনগামী একটি ট্রাক আটক করেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালকসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ মিজানুর রহমান (৩৬),মোঃ জসিম উদ্দিন (২৮), কাজী আবুল বাশার (২৫), মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪০),আবু তাহের (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পাহাড়ি এলাকা হতে শহরে নিয়ে আসে বলে জানান পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম সাংবাদিকদের জানান, মাদক প্রতিরোধে পুলিশের তৎপরতায় কৌশল পরিবর্তন করছে মাদক ব্যবাসয়ীরা।

এরই অংশ হিসেবে কেবল মাদক পরিবহনের জন্যই তৈরি করা হচ্ছে বিশেষ ট্রাক। ট্রাকের মালিকরাই মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত।

তিনি বলেন, এর আগেও অনেক ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। কিন্তু সোমবার যে ট্রাক থেকে ইয়াবা উদ্ধার হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন। কারণ ট্রাকটি কেবল মাদক পরিবহনের জন্য তৈরি করা হয়েছে।

সোমবার রাতে বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকায় অক্সিজেনগামী ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকের মালিক, চালকসহ তিন জনকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, ট্রাকের পেছনে নিচের অংশে বিশেষভাবে তৈরি একটি বাক্সে ৬৩ হাজার ইয়াবা রয়েছে। তাদের দেওয়া তথ্য মতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আটক তিন জনের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে নগরীর কোতোয়ালী থানার জেলা পরিষদ ভবনের সামনে থেকে অপর দুই সহযোগী মো.আবদুল্লাহ আল মামুন (৪০) ও আবু তাহেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে ১০ লাখ টাকা পাওয়া যায়।

আমেনা বেগম জানান, এই ১০ লাখ টাকা ইয়াবার আংশিক মূল্য। মামুন ও তাহের ট্রাকটি চট্টগ্রাম থেকে কুমিল্লার নিমসরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০১৮)