আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দেশটির পুলিশ। নির্বাচনী প্রচারণা তহবিলে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফি থেকে অর্থ গ্রহণের অভিযোগে তাকে আটক করা হয়েছে মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়।

২০০৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের কথিত আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে পুলিশ।

পুলিশ এর আগেও নিকোলা সারকোজিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সম্প্রতি লন্ডন থেকে তার সহযোগী আলেকজান্দ্রে জহরিকে আটক করা হয়েছে। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজি পরাজিত হয়।

বিচার বিভাগ সূত্র জানায়, পশ্চিম প্যারিসের উপশহর নানতেরে এলাকায় সারকোজিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাদ্দাফি থেকে অবৈধ তহবিলের সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় সারকোজি খরচ করেছেন- এমন অভিযোগে ২০১৩ সালে ফ্রান্স পুলিশ একটি তদন্ত কার্যক্রম শুরু করে।

সূত্র জানায়, সারকোজির সাবেক কয়েকজন মন্ত্রী এবং ঘনিষ্ঠ সহযোগী ব্রিস হর্টিফিউক্সকে পুলিশ মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে।

ফ্রান্স-লেবানিজ ব্যবসায়ী জিয়াদ তাকিয়েদ্দিনে ও গাদ্দাফি আমলের কয়েকজন কর্মকর্তা এই অভিযোগ করেন।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০১৮)