হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার দুপুরে শহরের শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মেয়র জি কে গউছের নেতৃত্বে বের হওয়া মিছিলটি চিড়িয়াখানা সড়কের মুখে যাওয়ার পরই পুলিশের বাঁধার মুখে পড়ে। সহকারী পলিশ সুপার নাজিম উদ্দিন শামছুর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ব্যারিকেট সৃষ্টি করে মিছিলটি থামিয়ে দেয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। পুলিশের সাথে তুমুল বাক-বিতন্ডায় লিপ্ত হন মেয়র জি কে গউছ। এক পর্যায়ে মেয়র জি কে গউছসহ মিছিলটি অবরুদ্ধ করে রাখে পুলিশ।

এ সময় পুলিশের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটির সাথে বাংলাদেশের জনগন রয়েছে। তাই মিথ্যা মামলা আর মিছিলে বাঁধা সৃষ্টি করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, মহিলাদলের কেন্দ্রীয় নেত্রী ফয়জুন নাহার লিনা, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আবুল হাশিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।

(এমইউএ/এসপি/মার্চ ২০, ২০১৮)