শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদাকি নীতিতে বিশ্বাসী,  সে কারণেই বাংলাদেশে সকল ধর্ম, বর্ণের মানুষ পারষ্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশে শান্তিতে বসবাস করছে। 

বাগেরহাটের শরণখোলায় আন্তঃ উপজেলা মতুয়া সম্প্রদায়ের ২৭তম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সোহাগ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এদেশ আবার স্বাধীনতা বিরোধীদের দখলে চলে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল মতবিরোধ ভুলে জাতি, ধর্ম নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সোমবার রাত ১১টায় উপজেলার লাকুড়দতলা বাজার মাঠে শরণখোলা, মোরেলগঞ্জ ও ইন্দুরকানিসহ তিন উপজেলার হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের ভক্তরা এ সম্মেলনে উপস্থিত হন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া সংঘের সিনিয়র সহসভাপতি মহা মতুয়াচার্য্য শ্রী শ্রী সুব্রত ঠাকুর এবং প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীখালীর গদিনিসীন ঠাকুর শ্রী সাগর সাধু।

শরণখোলা, মোরেলগঞ্জ, ইন্দুরকানি আন্তঃ উপজেলা মতুয়া সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী সুখরঞ্জন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন ও মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান।

(এমআই/এসপি/মার্চ ২০, ২০১৮)