গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালীতে খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে মালামাল লুট এবং ধর্ষণের চেষ্টা করায় শাকিল মৃধা (৩০) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার ছোটাবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামের মোতালেব হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধা ৭টার দিকে তিল্লা গ্রামের হাচন মৃধার ছেলে শাকিল (৩০) ও সুলতান খলিফার ছেলে রায়হান (১৮) একই গ্রামের লালমিয়া খলিফার বাসায় জুস নিয়ে যায় এবং জুস খাওয়ানোর পরে তার স্ত্রী, দুই মেয়ে এবং নাতি অচেতন হয়ে পরলে তার দুই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে রাত ৮ টার দিকে লালমিয়া খলিফা বাসায় ফিরলে অপরাধীরা তার মেয়েদের স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়।

এ ব্যপারে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অচেতন ব্যক্তিদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, চেতনানাশক ঔষধ মিশিয়ে এক পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরি করার দায়ে শাকিল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

(এসডি/এসপি/মার্চ ২০, ২০১৮)