রাজনীতি

যে রাজনীতি শিক্ষকের দিকে আঙুল তুলতে সাহায্য করে
সে রাজনীতি করে কি লাভ!

কি লাভ! এদেশে এমন রাজনীতির চর্চা করায়
যে রাজনীতি প্রতিনিয়ত মানুষ কাটে
এদেশে এমন রাজনীতি পরিচালনার দায়িত্বটা কি খুবই গুরুত্বপূর্ণ!

আদবকায়দা যেখানে একেবারেই নাই
সেই জায়গাটা কি দেশের জন্য এতটাই অপরিহার্য!

প্রতিনিয়ত যে রাজনীতি মানব ক্ষতি সাধনে জড়িত
তাহলে এমন রাজনীতি কেনইবা দেশে পরিচালনা করতে হবে।

যে রাজনীতি মানুষের কল্যাণ চায় না
সেই রাজনীতির কি দরকার এ দেশে।
যে রাজনীতি শিক্ষার পরিবর্তে
সহজেই অশিক্ষিত বানায় সেই রাজনীতির অবসান ঘটে না কেন?