হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ২৯ মার্চ অনুষ্ঠিত হালুয়াঘাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২১ মার্চ দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রথম হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেন, সুষ্ঠ অবাদ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সকলকে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদানের আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস,নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি (বিশেষ শাখা) জয়িতা শিল্পী, র‌্যাব ১৪ সহকারী পুলিশ সুপার গৌতম চন্দ্র দেব,২৭ বিজিবি’র সিও আনিসুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজোডেন্ট আনসার ভিডিপি রমিজ উদ্দিন,হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ্,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী,সাংবাদিক ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(জেসিজি/এসপি/মার্চ ২১, ২০১৮)