নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁয় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। "বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক" এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুর ও পত্নীতলায় দলিত ও আদিবাসিরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এদিন সকাল ১০ টায় মহাবেপুর মাছ চত্বর ও পত্নীতলা উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

দলিত ও আদিবাসীদের সকল প্রকার বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকার নিশ্চিতকরণের লক্ষে হেক্স/ইপার এর আর্থিক ও কারিগরি সহায়তায় পল্লী সহযোগী বিষয়ক সংস্থা(আরকো) মহাদেবপুর ও পত্নীতলায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ জোসান, ভিডিসি সদস্য অর্জুন ঋষি, রাজকুমার পাহান, আরকো’র প্রজেক্ট ম্যানেজার শুক্লা মুখার্জ্জী। অপরদিকে পত্নীতলায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, সমাজ সেবক মোঃ কালাম, ভিডিসি সভাপতি পলাশ টুডু, দ্বিপূমনি তিগ্যা, সুকুমার পাহান প্রমূখ। অনুষ্ঠানে দলিত, আদিবাসীসহ সরকারী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

(বিএম/এসপি/মার্চ ২১, ২০১৮)