নওগাঁ প্রতিনিধি : বুধবার বিকেল সাড়ে ৪টায় নওগাঁর সাপাহারে জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মুলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধন চন্দ্র মজুমদার এমপি।

তিনি বলেন, সমাজে শান্তি স্থাপনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্ব অপরিসীম। তারাই পারেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরণ করতে। আর সে জন্যই বঙ্গবন্ধু ইসলামকে প্রাধান্য দিয়ে স্বাধীনতার পর পরই দেশে ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন।

উপজেলা পরিষদ হল রুমে ইসলামিক ফাউন্ডেশন সাপাহার-পোরশা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের সদস্যদের উদ্বুদ্ধকরণে বাল্যবিবাহ রোধ, মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের নিয়ে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, মুক্তিযোদ্ধা ওমর আলী প্রমুখ।

ইমাম সম্মেলনে শত শত ইমাম মোয়াজ্জিম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার মানোন্নয়নে উপজেলার ৪৮টি সরাকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫৫টি ল্যাপটপ প্রদান করেন।

(বিএম/এসপি/মার্চ ২১, ২০১৮)