স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইংলিশ কাউন্টি দল উরস্টাশায়ারের সঙ্গে অনেক আগেই চুক্তি করেছিলেন পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল। এখনো ইংল্যান্ড যাননি তিনি। তবে উরস্টারশায়ারের হয়ে পুরো মৌসুম হয়তোবা খেলতে পারছেন না আজমল। পাকিস্তান ইতোমধ্যেই শ্রীলংকায় টেস্ট ও ওয়ানডে সিরিজ আয়োজন করেছে। তাই কাউন্টিতে খেলা সংপ্তি করতে হতে পারে আজমলের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যেহেতু শ্রীলংকায় আমাদেও সুচি রয়েছে তাই সে (আজমল) কতদিন দেশের বাইরে থাকতে পারবে তা নিয়ে এখনো আমরা আলোচনা করছি।’

পিসিবি শ্রীলংকায় দু’টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছে। যে কারণে উরস্টারশায়ারে আজমলের খেলার সময় সংপ্তি হতে পারে। ২০১১ সালেও এ কাবে খেলেছিলেন তিনি।

গত সপ্তাহে দুবাইতে অনুষ্ঠিত আইসিসির সভার পাশে শ্রীলংকয় এ সিরিজ চূড়ান্ত করে পিসিবি। উরস্টারশায়ারের হয়ে প্রথম ম্যাচ খেলতে আজই যুক্তরাজ্যে পৌঁছার কথা ছিল ৩৬ বছর বয়সী আজমলের। তবে কাউন্টি দলের পক্ষ থেকে জানানো হয়েছে Ñ তারা এখনো আজমলের জন্য অপেক্ষা করছে।

উরস্টারশায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘এটা খুবই হতাশার।’ ‘খেলতে শারীরিকভাবে উপস্থিত হওয়ার আগে তাকে পিসিবির অনাত্তিপত্র দরকার।’

জুলাই-আগস্টে ক্যারিবীয় প্রিমিয়ার লীগের কারণে আজমল ছয় সপ্তাহ অনুপুস্থিত থাকবে বিধায় এ সময়ে তার পরিবর্তে নিউজিল্যান্ড পেসার মিচেল ম্যাককেনাঘানকে চুক্তিবদ্ধ করেছে উরস্টারশায়ার।

কিন্তু এ সময়ে আজমলকে এখন শ্রীলংকা সফর করতে হওয়ায় ক্যারিবীয় প্রিমিয়ার লিগে তার খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

(ওএস/পি/এপ্রিল ১৩,২০১৪)