নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি  : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান  বলেছেন  বর্তমান সরকার জনগনের সরকার নয় লুটপাটের সরকার। এই সরকার জনগনের ভোটে নির্বাচিত হয় নি  বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চেপে বসেছেন। দূর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে ।

তিনি বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা-সালথা বিএনপি আয়োজিত এক স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন গনতন্ত্র পুনুরুদ্ধারের আন্দোলনে কে এম ওবায়দুর রহমানের মত নেতার বড় বেশী প্রয়োজন ছিল।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলেল সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, শরীয়তপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি সরদার নাছিরুদ্দীন কালু,ফরিদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা , ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি কন্দকার ইকবাল হোসেন সেলিম, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন,সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আছাদ, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ,সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আসিফ মওদুদ মাসুম প্রমুখ। আলোচনা সভা শেষে কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,ফরিদপুর জেলা বিএনপি, গোপালগঞ্জ জেলা বিএনপি,শরীয়তপুর জেলা বিএনপি, নগরকান্দা উপজেলা বিএনপি, সালথা উপজেলা বিএনপি, নগরকান্দা পৌর বিএনপি, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল,নগরকান্দা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ,ছাত্রদল,নগরকান্দা উপজেলা ও পৌর ওলামা দল সহ নগরকান্দা-সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠন।

(এনএস/এসপি/মার্চ ২১, ২০১৮)