নিউজ ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য তৈরি করা হয়েছে আলাদা ‘সুইমিং জোন’। জানুয়ারিতে শুরু হওয়া এই উদ্যোগে আশাব্যঞ্জক সাড়া মিলেছে।

সৈকতের সুগন্ধা পয়েন্টের পাশে ‘মহিলাদের সাঁতারের স্থান’ নির্ধারণ করেছে জেলা প্রশাসন। যার একপ্রান্তে ‘মহিলাদের সাঁতারের স্থান শুরু’ এবং অন্যপ্রান্তে ‘মহিলাদের সাঁতারের স্থান শেষ’ লিখে প্লেকার্ড প্রদর্শন করা হয়েছে।

এছাড়া একটি নোটিশ বোর্ডে লেখা হয়েছে - সম্পূর্ণ বীচ নারী-পুরুষের জন্য উন্মুক্ত। তবে কোন নারী চাইলে, নারীদের জন্য সংরক্ষিত স্থানে সাঁতার কাটতে পারবেন।

উদ্যোক্তাদের প্রত্যাশা, এর মাধ্যমে মেয়ে শিশুরা, তরুণীরাসহ সব বয়সের নারীরা সৈকতে আনন্দের সাথে সময় কাটাতে পারবেন।

এই সুইমিং জোনে নারীদের নিরাপত্তায় রয়েছে সৈকতের নিরাপত্তা কর্মীরা। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেলেই নেয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা। রয়েছে লাইফ গার্ডও।

বিশ্বের বিভিন্ন সৈকতে নারীদের জন্য আলাদা সুইমিং জোন থাকলেও বাংলাদেশে প্রথমবারের মত এমন উদ্যোগ নেয়া হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০১৮)