গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করায় বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন থেকে সকল সরকারি-বেসরকারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে ব্যান্ড পার্টি, প্লে-কার্ড, ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন প্রতিষ্ঠান র‌্যালীতে অংশ নেয়। পরে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপী সেবা সপ্তাহ কর্মসূচির আলোকে রুরাল মহিলা কর্মীদের সঞ্চয়ী টাকার চেক বিতরণ করা হয়েছে।

শেখ হাসিনা সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় নারীর ক্ষমতায়ন ও আর্থিক অগ্রগতির লক্ষ্যে রুরাল ইমপ্লোয়মেন্ট এন্ড রোড প্রোগ্রাম - ২ (আর ই আর এম পি -২) প্রকল্পের গ্রামীণ রাস্তা মেরামত কাজের মহিলা ওয়ার্কারদের দৈনিক মজুরি থেকে জমাকৃত সঞ্চয়ী টাকার চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতহরণ করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন ও আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় উপজেলার ১২ টি ইউনিয়নের ১ শত ২০ জন কর্মরত মহিলা ওয়ার্কারদের মধ্যে ৪৩ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয় এবং প্রতিজনকে ৩৬ হাজার ৫ শত ১ টাকা চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, দৈনিক নবচেতনা-দৈনিক বর্তমান ও দৈনিক বরিশাল অঞ্চলের গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস উপস্থিত ছিলেন।

(এসডি/এসপি/মার্চ ২২, ২০১৮)