স্পোর্টস ডেস্ক, ঢাকা : এখন পর্যন্ত যতক্ষণ মাঠে ছিলেন প্রতি ৭৮ মিনিটে একটিমাত্র শট লক্ষ্যে নিতে পেরেছেন। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল স্ট্রাইকার ফ্রেডের অবদান হচ্ছে এই।

সমালোচনার অন্ত নেই লুইস ফেলিপে স্কলারির দলটি নিয়ে। ব্রাজিলের কিংবদন্তিদের অনেকেই মনে করেন, দেশটির বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে দল এটি। আর এই দলের ফ্রেডকে অনেকেই মনে করছেন ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বাজে স্ট্রাইকার।

সাবেকদের ধারণা আর মাঠের পরিসংখ্যানের মতো ডাটাফোলহার জরিপও একই কথা বলছে- এই বিশ্বকাপে ব্রাজিল দলের সবচেয়ে বাজে খেলোয়াড় ফ্রেড।

২ হাজার ৮৫৭ জন সমর্থককে প্রশ্ন করেন তারা। এদের মধ্যে ২১ শতাংশই মনে করে, ফ্লুমিনেসের স্ট্রাইকার ফ্রেড ব্রাজিল দলের সবচেয়ে বাজে খেলোয়াড়। হাল্ক অবশ্য তার চেয়ে একটু ভালো। চিলির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিতে কিছুটা ভালো খেলার কারণেই হয়ত জেনিত সেন্ট পিটার্সবার্গের ফরোয়ার্ড হাল্ককে ৯ শতাংশ সমর্থক তাকে দলের সবচেয়ে বাজে খেলোয়াড় মনে করে।

(ওএস/পি/জুলাই ০৮,২০১৪)