ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-পঞ্চগড়-ঢাকাগামী আন্ত:নগর ট্রেন চালুসহ ৭ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে নাগরিক অধিকার আন্দোলন কমিটির ব্যানারে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনকারীদের ৭ দফার দাবিগুলো হলো- ঠাকুরগাঁও-পঞ্চগড়-ঢাকাগামী আন্ত:নগর ট্রেন চালু, ইপিজেড স্থাপন,পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ,বিমানবন্দর চালু, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালু।

এসময় বক্তব্য প্রদান করেন নাগরিক অধিকার আন্দোলন কমিটির সদস্য সচিব মাহামুদ হাসান প্রিন্স,বাসদ নেতা মাহাবুব আলম রুবেল,উদীচী শিল্পী গোষ্ঠির রেজওয়ানুল হক রিজু।

বক্তারা বলেন, দিনাজপুর থেকে পঞ্চগড় পর্যন্ত আধুনিক রেল লাইন স্থাপন করা হয়েছে। কিন্তু আন্ত:নগর ট্রেন চালু না হওয়ায় এ জেলার মানুষ রাজধানী যেতে ভোগান্তিতে পড়ছে।এছাড়া বিমানবন্দর থাকলেও তা অবহেলা অযত্নে পড়ে আছে।বেকারত্ব বাড়ছে, এজন্য ইপিজেড নির্মান ও উচ্চতর শিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ নির্মানের দাবি জানান বক্তারা।

পরে প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবির স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন নাগরিক আন্দোলনের নেতারা।

(এফআইআর/এসপি/মার্চ ২২, ২০১৮)