পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, চিত্রাঙ্কান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরন লাভের স্বীকৃতি লাভে পাথরঘাটা উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে ইউএনও হুমায়ুন কবিরের নেতৃত্বে র‌্যালীতে অংশ নেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির আহম্মেদ, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এড.জাবির হোসেন সহ অন্যান্য পদস্থ কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালি শেষে খাস কাচারী মাঠের মঞ্চে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা সরকারের সাফল্য,এবং নানামুখি উন্নয়ন নিম্ন মধ্য আয়ের দেশ হিসাবে স্বীকৃতির প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন।

(এটি/এসপি/মার্চ ২২, ২০১৮)