শরীয়তপুর প্রতিনিধি : নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশাসহ সকল নিহতদের স্মরণে শরীয়তপুরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সুজন-সুশাসনের জন্য নাগরিক শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২ মার্চ) বিকাল ৪টায় সুজনের জেলা কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

জেলা সুজনের সভাপতি আহসান উল্লাহ ইসমাইলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভার শুরুতে নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন সুজনের জেলা সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান রোকন, বর্তমান সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ও নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি অ্যাড. মুরাদ হোসেন মুন্সী।

এ সময় জেলা সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল মুন্সী, সদস্য অ্যাড. রুহুল আমিন, মিজানুর রহমান, সাংবাদিক বিএম ই¯্রাফিকল, আব্দুর রশিদ সরদার, বেলাল হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বিমান দূর্ঘটনায় স্বপরিবারে নিহত সুজনের কন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সন্তান সাংবাদিক আহমেদ ফয়সাল এবং স্বপরিবারের নিহত শরীয়তপুরের সাবেক জেলা প্রশাসক হাসান ইমাম সহ বিমান দূর্ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১। এতে ৪৯ জন নিহতদের মধ্যে বাংলাদেশী ২৬ জন রয়েছে।

(কেএনআই/অ/মার্চ ২২, ২০১৮)