স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রুয়ান্ডা গণহত্যার তুলনায় ২৫ মার্চে গণহত্যা কম হয়নি। আমরা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমরাও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাবো।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে সারা দেশের মানুষ একসঙ্গে নীরবতা পালন করবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

খাদ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘সঠিকভাবে উপস্থাপনের কারণেই পহেলা বৈশাখ, বঙ্গবন্ধুর ভাষণ ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ২৫ মার্চ পাকবাহিনী আমাদের দেশে যে বর্বরতম হত্যা চালিয়েছে তা সঠিকভাবে তুলে ধরতে পারলে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবে।’

(ওএস/এসপি/মার্চ ২৩, ২০১৮)