চুয়াডাঙ্গা প্রতিনিধি : সাদা পোশাকে অন্য থানায় অভিযান চালোনোর অভিযোগে চুয়াডাঙ্গার সদর থানার পাঁচ সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরোধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তোলা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ফেরত পাঠানো হয়। 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলো- উপ-পরিদর্শক মোঃ কামরজ্জামান, ইন্দ্রজিৎ সরকার, রমেন দাস, কামরুর হোসেন, ইউসুফ আলী ও কনস্টেবল জসিম উদ্দীন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে প্রধান করে দুই সদস্যর একটি কমিটি করা হয়েছে। কোন বিষয়ই ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে সাদা পোশাকে অন্য থানা এলাকাতে অভিযান চালানোর অভিযোগে তাদের বিরদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন জানান, সদর উপজেলার আকুন্দবাড়িয়া ও সিংনগর গ্রাম একেবারে লাগোয়া হওয়ায় ভুল করে ওই পুলিশ সদস্যরা জীবননগর থানা এলাকার ভিতরে ঢুকে পড়ে।

(টিটি/এসপি/মার্চ ২৩, ২০১৮)