আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটিতে একটি বহুতল ভবনে শুক্রবার অগ্নিকান্ডে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আরো অনেকে দগ্ধ হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি।

কারিনা প্লাজা নামের এ বহুতল ভবনের নীচ তলায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত উপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌঁড়ে ওপর তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাদের অনেকে দম বন্ধ হয়ে মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন, ‘ওই ভবন থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ধোয়ায় দম বন্ধ হয়ে মারা যায়। এতে আরো অনেকে দগ্ধ হয়েছে।

তিনি জানান, কর্মকর্তারা অগ্নিকান্ডের কারণ এখন পর্যন্ত জানতে পারেনি।

(ওএস/এসপি/মার্চ ২৩, ২০১৮)