আন্তর্জাতিক ডেস্ক : বছরের শুরুতেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হওয়া শীতকালীন অলিম্পিকে খেলোয়াড় পাঠায় উত্তর কোরিয়া। এবং সে সময় উত্তর কোরিয়ার প্রতিনিধি হয়ে আসেন কিমের বোন।

এমন ঘটনায় দুদেশের সম্পর্ক উন্নয়নের আভাস পাচ্ছেন অনেকেই। এমন অবস্থায় এবার শোনা গেলো নতুন খবর। চলতি মাসের শেষ দিনে দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পীদের ১৬০ জনের একটি দল উত্তর কোরিয়া যাবে। সেখানে তারা দুটি কনসার্টে অংশ নেবে। গত এক দশকের মধ্যে প্রথমবারের মত দক্ষিণ কোরিয়া শিল্পীদের এত বড় দল উত্তর কোরিয়া যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় থেকে দেয়ে এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। পিয়ং ইয়ংয়ে দু'টি শো হবে৷ একটি গ্র্যান্ড থিয়েটারে, অন্যটি হবে রুকইয়ুং চুং জু ইয়ুং জিমনেশিয়ামে৷

দলটিতে থাকবে বিখ্যাত কে-পপ গায়িকাদের গ্রুপ রেড ভেলভেট৷ এছাড়া থাকবেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী চো ইয়ং-পিল এবং লি সান-হি৷ এই দলটির মধ্যে একমাত্র চো ইয়ং ২০০৫ সালে সর্বশেষ পিয়ংইয়ংয়ে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন৷

গত সপ্তাহে দুই কোরিয়ার মধ্যে এক বৈঠকে কনসার্টের বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সংগীত শিল্পী ইয়ুন সাং বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে আমরা যতটা আনন্দ দেই, ওই দেশের মানুষরা যাতে ততটা আনন্দ পায়, নেতিবাচক কোনো ঘটনা যাতে না ঘটে।’

তবে কনসার্টের আগে সেখানে কি কি গান গাওয়া হবে উত্তর কোরিয়া কর্তৃপক্ষের কাছে তার তালিকা দিতে হবে।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০১৮)