নারায়ণগঞ্জ প্রতিনিধি : বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় শনিবার সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ মহাষ্টমী স্নান উৎসব শুরু হয়েছে। 

শনিবার সকাল ১০টা থেকে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পূর্ণ্যস্নান শুরু হয়। স্নান শুরু হওয়ার পর পরই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান স্নাননোৎসব এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন স্থান থেকে আগত পূর্ণ্যার্থীদের সাথে কথা বলেন। তাদের কাছ থেকে সুবিধা অসুবিধার কথা জনাতে চান।

উৎসবে আগত পূণ্যার্থীরা উৎসবের ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকাল ১০টায় স্নান শুরু হওয়ার সাথে সাথে এমপি সেলিম ওসমান লাঙ্গলবন্দ স্নান এলাকার, প্রেমতলা স্নানঘাট, রাজঘাট, শ্মশানকালী মন্দির ঘাট, নাসিম ওসমান ঘাট সহ বেশ কয়েকটি স্নান ঘাট ঘুরে দেখেন।

সকাল শুরু হওয়ার মহাষ্টমী স্নানে ইতোমধ্যেই লাখো পূণ্যার্থীর আগমন ঘটেছে। স্নান চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্নান এলাকা পরিদর্শন কালে সংসদ সদস্য সেলিম ওসমান ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বার্হী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মন্ডল।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০১৮)