সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

শনিবার সকালে ৩৫টি ইভেন্টে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জে বি এফ ডিজিটাল ট্রেডিং কোঃ লিমিটেডের স্বত্ত্বাধিকারী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাকির হোসেন। এতে বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের পর্যায়ের প্রায় ৫৫০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলাম,ইছাপুরা মডেল ইচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান রফিকুজ্জামান চৌধুরী অরুণ, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন,সিরাজদিখান প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ ফরহাদ বেপারী, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম ফারুক আহম্মেদ সুজন, জৈনসার ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের বেপারী,ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী বাবু, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবলীগ সহ-সভাপতি তালুকদার বাবু, ন্যাশনাল ব্যাংক ইছাপুরা শাখা ব্যবস্থাপক মোঃ নূর ইসলাম,ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি সুখন চৌধুরীসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ক্রীড়াই পারে একটি অসুস্থ সমাজকে সুস্থ্ করতে। মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। সুস্থ ও স্বাভাবিক জীবন পেতে বেশি বেশি করে খেলাধুলা করতে হবে। সকল প্রকার মাদক থেকে দুরে থাখতে হবে।

(এসডিআর/এসপি/মার্চ ২৪, ২০১৮)