চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘এক সময় দেশে সারের জন্য কৃষককে হাহাকার করতে হতো। বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই। সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের সারের চাহিদা মেটাচ্ছে।’ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি অনুদানের সার ও বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 

শনিবার সকালে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভারে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে ৪০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ২০ কেজি ইউরিয়া সার বিনামূল্যে প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ।

(টিটি/এসপি/মার্চ ২৪, ২০১৮)