জেনেভা, সুইজারল্যান্ড : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. দিপু মনি গতকাল ২৩শে মার্চ শুক্রবার রাতে ব্রিটিস এয়ারওয়েজে জেনেভা বিমান বন্দরে অবতরণ করেন। এ সময় নেত্রীর সাথে ইউরোপীয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়াও উপস্থিত ছিলেন।

নেত্রীর সুইজারল্যান্ড আগমন উপলক্ষে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শ্যামল খানের নেতৃত্বে সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত সুইজারল্যান্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী বিমান বন্দরে উপস্থিত হয়ে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা ও ফুলেল অভ্যার্থনা জানান।

পরে নেত্রীর সাথে দেশে ও প্রবাসের সংক্ষিপ্ত রাজনৈতিক আলোচনার পাশাপাশি উনি জেনেভাতে আগামী ২৫ শে মার্চের গনহত্যা দিবসের কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে অবিহিত হন এবং দিক নির্দেশনা দেন।

ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেন ডা. দিপু মনি।

এসময় উপস্থিত ছিলেন সুইজাল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, বিপুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কামরুজ্জামান, মোহাম্মদ আকবর আলী, দপ্তর সম্পাদক সুমন ভুইয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিহাব উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক সসীম গৌড়ীচরন, আওয়ামী লীগ নেতা বেলাল চৌধুরী, বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম আজাদ সহ আরো অনেকে।

(বিবি/এসপি/মার্চ ২৪, ২০১৮)