স্টাফ রিপের্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা ২০০৯ সালে ক্ষমতায় আসার দুই বছর পরই বিএনপি হুমকি দিয়েছিল। কিন্তু তখন কিছুই করতে পারেনি। আর গত ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি’র সাংগঠনিক শক্তিতো নেই বললেই চলে।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু অ্যাকাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি নেত্রী যতই হুমকি-ধমকি দিক না কেন তাদের আসলে এখন আর কোনো ধরনের নৈরাজ্য করার শক্তি নেই।

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, লাখো কন্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসী যখন ঐক্যবদ্ধ ঠিক সে সময় তারেক অপপ্রচার চালাচ্ছে।

(ওএস/এটি/এপ্রিল ১৩, ২০১৪)