মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান মুরব্বি ,জেলা তাবলিগ জামাতের আমীর ও শহরের প্রাচীন কওমী মাদ্রাসা দারুল উলুম এর প্রিন্সিপাল সৈয়দ মাসুক আলী (৭০) ইন্তেকাল করেছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পারিবারিক সূত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে (২৩ মার্চ) পেটে ব্যথা ও শরীরে প্রচন্ড জ্বর অনুভব হলে তাৎক্ষনিক মৌলভীবাজার শহরের স্থানীয় মৌলভী ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলেও তার অবস্থার কোন উন্নতি না হলে আজ সকাল সাড়ে ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। মরহুম সৈয়দ মাসুক আলী দীর্ঘদিন যাবত ডায়াবেটিজ, প্রেসার ও কিডনী জনিত রোগে ভোগছিলেন বলে জানিয়েছেন জেলা তাবলীগ জামাতের সাথী মোঃ ময়নুল হক।

এদিকে সৈয়দ মাসুক আলীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই শহরের পৌর এলাকার দর্জিমহলে অবস্থিত তার নিজ বাসায় তাবলিগের অনুষারী সহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিরা একনজর দেখতে ভীর জমাচ্ছেন।

তাবলিগের একটি সূত্র জানিয়েছে আজ বিকাল সাড়ে ৫টার দিকে শহরের টাউন ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাযার নামাজের পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। জানাযার নামাজে শরীক হতে ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগের শীর্ষ মুরব্বিরা অংশ নেয়ার কথা রয়েছে।

(একে/এসপি/মার্চ ২৫, ২০১৮)