ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাইয়ে পৌর সভার পক্ষ থেকে সকাল সাড়ে এগারটায় র‌্যালি আলোচনা সভার আয়োজন করে।

সকালে পৌর মেয়রের নের্তৃত্বে র‌্যাীরটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্তরে এসে শেস করে।

দুপুর বারটায় ধামরাই পৌর মিলনায়তনে মেয়র গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ধামরাইয়ের ধামরাই পৌর সভার প্যানেল মেয়র মোঃ শহিদুল্লাহ্,কাউন্সিলর মোঃ লায়েক আলী, মোঃ আমজাদ হোসেন, মোঃ আবু সাঈদ, মোঃ বাুল হোসেন, মহিলা কাউন্সিলর মালেকা বেগম, ফারজানা আক্তার ,শিখা ও দুলাল চন্দ্র সরকার অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

মেয়র গোলাম কবীর বলেন ৭১ এর ২৫ শে মার্চ কালো রাত্রিতে নিরীহ মানুষের উপর যে গণ হত্যা চালিয়েছে পাক বর্বর বাহিনীর সৈন্যরা তাছিল নির্মম ও ইতিহাসের জর্ঘণ্যতম হত্যা যজ্ঞ। আর্ন্তজাতিক মহলেও এর অজানা নয়।

তিনি এই গণ হত্যা দিবস ২৫ শে মার্চ কে আর্ন্তজাতিক ভাবে স্বীকৃতির দাবী জানিয়েছেন। এর ইতিহাস নতুন প্রজন্মতে জানাতে স্কুল কলেজে ব্যাপকভাবে পাঠ্য সুচিতে স্থান দেবারও দাবি করেছেন।

(ডিসিপি/এসপি/মার্চ ২৫, ২০১৮)