কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি ইউনিয়নে ইউপি নির্বাচন অবাধ
সুষ্ঠু এবং শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান।

বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান, পুলিশ সুপার মোঃ মইনুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহনুর খান,
অতিরিক্ত পুলিশ সুপার (পটুয়াখালী সদর সার্কেল) মোঃ জসীম উদ্দিন (পিপিএম), মহিপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান, কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলী আহম্মেদ প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্ধী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যা এবং প্রতিপক্ষের অনিয়ম সম্পর্কে বক্তব্য রাখেন।

(এমকেআর/এসপি/মার্চ ২৫, ২০১৮)