স্টাফ রিপোর্টার : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে নির্ধারণ হবে কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে একাধিক প্রশ্নের সেট প্যাকেটে ভর্তি অবস্থায় কেন্দ্রে পৌঁছাবে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার নিরাপত্তা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে উপস্থিত ছিলেন।

সচিব বলেন, এর আগে কোনো কারণে প্যাকেট খোলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। চলবে ১৩ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিব সোহরাব হোসাইন জানান, এর আগে আধা ঘণ্টা আগে দেশের প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হতো। এবার সময় একটু এগিয়ে আনা হয়েছে। কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানোর পর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্র নির্ধারণ করা হবে। এরপর নির্ধারিত প্রশ্নপত্রের সেটের প্যাকেট খুলে তা পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হবে।

সময় পাঁচ মিনিট কমিয়ে আনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সময় পেলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন ফাঁস ঠেকাতে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গৃহীত সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হলো, এবার যে কোনো মূল্যে বাংলাদেশের যে প্রান্তেই পরীক্ষার কেন্দ্র থাকুক আধা ঘণ্টা আগে সেখানে প্রশ্ন পৌঁছে যাবে। এর আগে বা পরে নয়।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির প্রায় প্রতিটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি ওঠে।

আগামী ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০১৮)