লালপুর (নাটোর) প্রতিনিধি : গণহত্যা দিবস উপলক্ষে আজ রবিবার (২৫ মার্চ) সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে গণকবর জিয়ারত, র‌্যালি ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারনমূলক বিভিন্ন গল্প বলা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সাংসদ মুক্তিযুদ্ধের স্মৃতিচারনা মূলক বক্তব্য রাখেন।

এছাড়া সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও রাত ৯ টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় ১মিনিট বিদ্যুৎ হীন অন্ধকারে থাকবে লালপুরবাসী।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানা ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ফিরোজ আল হক ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও এসময় উপজেলার মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষক ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(এমএইচ/এসপি/মার্চ ২৫, ২০১৮)