স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৩ লাখ ৪৫ হাজার টাকার মাদকদ্রব্য এবং হারুন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে সদরের শাহাপুর-বালুরতুপা বাজার এবং গোলাবাড়ী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়। আটক হারুন মিয়া বুড়িচং উপজেলার বড়গুড়িয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

১০ বিজিবি জানায়, ভোরে ১০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আতাউল্লাহ জামীর নেতৃত্বে কুমিল্লা সদরের শাহাপুর-বালুরতুপা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি বাই-সাইকেল ও একটি নছিমন ভর্তি ৬৭ হাজার ৪৪০ পিস ভারতীয় টারগেট ট্যাবলেট, ২৭৯ বোতল হুইস্কি, ১০ কেজি গাঁজা, ২৫০ কেজি কিচমিচ আটক করা হয়। এসবের মূল্য প্রায় ৪৭ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।

এদিকে, ভোরে পাচথুবী ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় বিজিবির হাবিলদার ইকবালের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এ সময় ১০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং কোরেক্স সিরাপসহ হারুন মিয়াকে আটক করা হয়েছে।
দুই অভিযানে আটক মালামাল ও মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। আটক মালামাল কুমিল্লা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে। আটককৃত হারুন মিয়াকে কুমিল্লা কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

(এইচকেজি/অ/জুলাই ০৮, ২০১৪)