সমরেন্দ্র বিশ্ব শর্মা, নেত্রকোনা : নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেছেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জল দিন।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা এ দেশের নিরীহ জনগণের উপর হায়ানার মতো ঝাঁপিয়ে পড়ে শুরু করেছিল নির্বিচারে গণহত্যা। ২৬ মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পথ প্রদর্শক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙাীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনার মাধ্যমে এদেশের মুক্তিকামী জনতা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ গড়ে তোলে। স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর রাজারবাগে প্রথম প্রতিরোধ যুদ্ধও স্বরণীয়।

তিনি জাতির এই গৌরব গাঁথা ইতিহাসকে আরো সুষমামন্ডিত করতে মাদক ও জঙ্গিমুক্তি সমাজ প্রতিষ্ঠার কাজে সমাজের সর্বস্তরের জনগণসহ নতুন প্রজন্মকে ৭১ এর মুক্তিযুদ্ধের মতো মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আরেকটি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। সেই সঙ্গে তিনি কেন্দুয়াবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

(এসবি/এসপি/মার্চ ২৬, ২০১৮)