চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা ঘোষনা করা হয়। এরপর সকাল ৮টায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত উচ্চারিত হয়।

পরে সকালে পুরাতন জেলা ষ্টেডিয়ামে কুচকাওয়াজ প্রর্দশন করা হয়। কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান। কুচকাওয়াজের সালাম গ্রহন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান। এরপর সেখানে ডিসপ্লে প্রদর্শিত হয়।

দিবসটি উপলক্ষে চিত্রাংকন, জেলখানা, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও আলোচনা সভাসহ দিনব্যাপি নানা কর্মসূচী পালন করা হচ্ছে।

(টিটি/এসপি/মার্চ ২৬, ২০১৮)