ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাই পৌর সভা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে  সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দয়ে ধামরাই পৌর সভার ব্যাপক আয়োজন শুরু হয়েছে । পৌর ক্যাম্পাসে  বৃহৎ এক জাতীয় পতাকা দিয়ে ডিসপ্লে করা হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে পৌর ভবন ও তার আশপাশে ও ধামরাই উপজেলা চত্ত্বর।

জাতীয় সংগীতের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মুক্ত মঞ্চে ধামরাই পৌর মেয়র গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ আসন ধামরাইয়ের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, মাসুম খান সিরাজ উদ্দিন কাউন্সিলর শহিদুল্লাহ্ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল বিভিন্ন স্কুলের শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃতি, নৃত্য সংগীত পরিবেশনাও সমাবেশ, বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান।

দুপুরে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেয়র গোলাম কবীর।

(ডিসিপি/এসপি/মার্চ ২৬, ২০১৮)