ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিসব ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ও প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা উত্তোলন করা হয়। 

এরপর সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে এসে শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি ও রাজনৈতিক সংগঠনগুলোও শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বেলা সাড়ে ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে মহান স্বাধীনতা দিবস ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোস্তাফা যুবাইর আলমের সঞ্চালনায় এবং প্রভোস্ট প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মো. মেহের আলী, সহকারী প্রক্টর ড. সাজ্জাদুর রহমান টিটু ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(এসআই/এসপি/মার্চ ২৬, ২০১৮)