মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মির্জাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের সূচনা করা হয়। 

কর্মসূচির মধ্যেছিল সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ,চিত্রাংকন প্রতিযোগিতা, মহিলা ক্রীড়া প্রতিযোগীতা,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা,মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।

মুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকি। বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মোঃ আলতাফ হায়দার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক মোঃ ইউনুচ আলী সরদার,সিনিয়র আওয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ হাওলাদার, মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মহাসিন মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিশ্বাস, ওসি(তদন্ত) মোঃ মেহেদি হাসান, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী মোঃ আল-আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন ওয়ালীদ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব প্রমুখ।

মির্জাগঞ্জ থানার এসআই মোঃ সাইদুল ইসলামের পরিচালনায় কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ, আনসার ও বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।

(ইউজি/এসপি/মার্চ ২৬, ২০১৮)