জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে খুনের  ঘটনায়  হাজী ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিতর্কিত হাজী ইকবালকে প্রধান আসামি তার ভাই মুরাদকেও আসামির তালিকায় রাখা হয়েছে।

মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষ্যেই সোমবার দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের দাবি, হাজী ইকবালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল গিয়ে মহিউদ্দিনকে খুন করে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

জানা যায়, বছরখানেক আগে হাজী ইকবাল মেহের আফজল স্কুলের এক শিক্ষকে ছুরিকাঘাত করেছিলেন। সে সময় মহিউদ্দিন ওই স্কুল শিক্ষকের পক্ষ নেওয়ায় হাজী ইকবালের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সেই বিরোধের জেরে মহিউদ্দিন খুন হয়েছেন বলে ধারণা স্থানীয়দের।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, নিহত মো. মহিউদ্দিনের মা নূর নেছার বেগম মঙ্গলবার সকালে এ হত্যা মামলা দায়ের করেন।

এদিকে সোমবার দুপুরে হত্যাকাণ্ডের পর রাতে অভিযান চালিয়ে মুছা ও তানভীর নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(জেজে/এসপি/মার্চ ২৭, ২০১৮)