প্রবাস ডেস্ক : নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক স্বাধীনতার কবিতানুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। 

স্থানীয় সময় ২৫শে মার্চ রবিবার কবি জুলি রহমানের আবাসস্থলে স্বাধীনতার কবিতা অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত কবি রফিক আজাদকে। সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র সভাপতি কবি জুলি রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে ভিন্ন আমেজের এ অনুষ্ঠানটি শুরু হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি এবি এম সালেহ উদ্দিন। প্রথমে কবি শহীদ কাদরীর কবিতা পাঠ করেন নীরা কাদরী। একাধারে স্বরচিত কবিতায় থাকেন কবি রওশন হাসান, হাবীব ফয়েজী, মেহের চৌধুরী, কামরুন্নাহার রীতা, সাধন সিকদার, মাকসুদা আহমদ, মাসুম আহমদ, ড. দলিলুর রহমান, জুলি রহমান, ছন্দা বিনতে সুলতানা। আবৃত্তি শিল্পীদের মধ্যে ছিলেন নিউইয়র্কের বলিষ্ঠ কন্ঠ গোপন সাহা, লুবনা কাইজার, মোঃ ইলিয়াস হোসেন এবং নতুন প্রজন্মের জনম। বাচিক শিল্পীগণ রফিক আজাদের কবিতা কন্ঠে ধারণ করেন এবং তাদের বলিষ্ঠ কন্ঠে অনুষ্ঠানটি হয়ে ওঠে অনন্য প্রাঞ্জল।

সর্বশেষ আকর্ষণ জুলি রহমানের গীতি কাব্য। ঘরের ইঁদুর কাটে দাওয়া নাম যে রাজাকার। এতে তবলায় সংগত করেন আরিফ এবং গানে আহমদ বাবলা সহ জুলি রহমান ও মেহের চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কথাশিল্পী নাসরীন চৌধুরী। কমিউনিটি নেতা আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে টেলিকনফারেন্সে যোগ দেন কবি জুলি রহমানের বড় ভাই কবি ড. দলিলুর রহমান। তিনিও অসাধারণ আবৃত্তি করেন টেলিকনফারেন্সে।

(এস/এসপি/মার্চ ২৭, ২০১৮)