নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার নওগাঁয় জেলা পর্যায়ে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।  

জাতীয় বিজ্ঞান ও প্রযক্তি সপ্তাহ উপলক্ষে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই মেলার আয়োজন করেছে।

এদিন দুপুর ১২টায় পুরনো কালেক্টরেট ভবন চত্বরের মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাজবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল বাশার পিএসসি, সদর উপজেলা নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীন, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, নওগাঁ ডিসি অফিসের সহকারী কমিশনার তানিয়া তাবাসসুম প্রমুখ।

মেলায় জেলার ১১টি উপজেলা থেকে ১১টি ষ্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবিত কমপক্ষে ৫০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে।

(বিএম/এসপি/মার্চ ২৭, ২০১৮)