জে জাহেদ, চট্টগ্রাম : শিক্ষা, শান্তি, প্রগতির ব্যানারে এক বর্নাঢ্য জমজমাট স্কুল অনুষ্ঠানের আয়োজন করেছে খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আজ ২৭ মার্চ মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এর পাশাপাশি অভিভাবক সমাবেশ, স্বাধীনতা দিবস ও উদযাপন করা হয়।

এতে সভাপতিত্ব করেন খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামিরা পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের সুপারিটেন্টটেন্ট কুদরত উল্লাহ শাহিন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কামাল আহমদ ও দিল আহমদ শাহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম পাটোয়ারি, বিশিষ্ট সমাজ সেবক হাসমত আলী,পরিচালনা কমিটির সহ সভাপতি রোজিনা এইচ আহমদ,সদস্য ইলিয়াছ হাবিব,ব্যবসায়ী ইলিয়াছ কাঞ্চন ও নুর আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ইন্জিনিয়ার ইসলাম আহমদ।

ইন্জিনিয়ার ইসলাম আহমদ বলেন,"বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে সরকার যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবই করবেন"।

প্রধান অতিথি কুদরত উল্লাহ শাহিন বলেন,"আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ নাগরিকদের যোগ্য করে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে শিক্ষার্থীরা যেন ভূমিকা রাখতে পারে, সে চেষ্টার কথা জানান তিনি।’

এছাড়াও তিনি শিক্ষার্থীদের লেখাপড়া শিখে শুধু সার্টিফিকেট অর্জন না করে আদর্শ মানুষ হওয়ার ও পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তহমিনা বেগম,শ্যামলি সেন,শেগুপ্তা নাসরিন, রোকসানা ফেরদৌসী,সঙ্গীতা দে,শান্তা দত্ত,সুমি দে,নিলুফা আকতার চৌধুরী এবং হাজি আলিমউদ্দিন স্কুল এন্ড কলেজের শারমিন আকতার, সুমন, রবিন ও আরিফসহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক প্রেমানন্দ মল্লিক।

(জেজে/এসপি/মার্চ ২৭, ২০১৮)