শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি প্রনোদনা প্যাকেজের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার পোড়াগাঁও ও নয়াবিল ইউনিয়নের এক হাজার ৫০ জন কৃষকের মাঝে মঙ্গলবার এসব কৃষি উপকরণ বিতরন করেন। এতে চলতি রোপা আমণ আবাদের জন্য ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে নেরিকা জাতের ধান আবাদের জন্য ১০ কেজি বীজ ধান, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং উফসী জাতের ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এ উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার বারোমারি বাজারে আয়োজিত বীজ-সার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শস্য উৎপাদন বিশেষজ্ঞ ফজলুল হক সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাষ্টার, সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল, ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া ও নুর রহমান প্রমুখ।

খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ জানান, গত মার্চ ও এপ্রিল মাসে শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী এ তিনটি উপজেলায় বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে চলতি রোপা আমন মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় কৃষি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে কৃষি মন্ত্রণালয়।

এতে এক বিঘা জমি রোপা আমন আবাদের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় বীজ ও সার বিনামুল্যে প্রদান করা হয়। জেলায় মোট ২ হাজার ৯৪০ জন চাষীকে এ কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।

(এইচবি/জেএ/জুলাই ০৮, ২০১৪)