স্টাফ রিপোর্টার, দিনাজপুর : পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতীসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিলেও দেশের উন্নয়ন বিএনপি নেতাদের চোখে পড়ে না।  তারা সব সময় দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

দেশের কোন উন্নয়ন হয়নি সম্প্রতি বিএনপি সাধারন সম্পাদক মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কথার জবাবে আজ মঙ্গলবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এতিমদের টাকা চুরি করে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া আজ জেলে রয়েছে। চুরি করে কারো শাস্তি হবে না এটা অন্যায়।

সমিতির সভাপতি আহসানুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর শিক্ষা বোর্র্ডেও চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক ড ,আব নঈম মুহাম্মদ আবদুছ ছবুর প্রমুখ।

সম্মেলনে জেলার ১৩ উপজেলা থেকে ৫ শতাধিক শিক্ষক শিক্ষীকা অংশ নেয়।

(এসএএস/এসপি/মার্চ ২৭, ২০১৮)