কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পাঁচটি ইউনিয়নের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে ৪০ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। কলাপাড়া নির্বাচন অফিস সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষে গত মঙ্গলবার রাত থেকে উপজেলার মিঠাগঞ্জ, ধানখালী, বালিয়াতলী, ডালবুগঞ্জ ও চম্পাপুর ইউনিয়নে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছেন।

এতে ভোটারদের মধ্যে স্বস্থ্যি ফিরে এসেছে। কলাপাড়ার আগামীকাল ২৯ মার্চ (বৃহস্পতিবার) পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ নির্বাচনকে ঘিরে প্রশাসনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, কলাপাড়ার এই নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে তার সব ব্যবস্থা নেয়া হয়েছে।

(এমকেআর/এসপি/মার্চ ২৮, ২০১৮)