কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাপাসিয়া শাখা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেনি।

গত সোমবার ভোরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আওয়ামী লীগ ও সিপিবি উপজেলার নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শহীদদের স্মরণে দিনের প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর কথা থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ইসলামী আন্দোলন, গণফোরাম, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সাম্যবাদীদলসহ বিভিন্ন সংগঠনের কার্যক্রম থাকলেও তারা শহীদ বেদিতে যাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপা নেতা বলেন, সভাপতিকে ফোনে পাইনি। আমি অসুস্থ, তাই পরে আর তার সঙ্গে যোগাযোগ করিনি।

মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন শেখ বলেন, আওয়ামী লীগ ও সিপিবি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের উপস্থিতি ছিল না।

বিএনপি কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম বলেন, আমরা ফুল দিতে যাইনি। পরে এর ব্যাখ্যা দিব।

(এসকেডি/এসপি/মার্চ ২৮, ২০১৮)